আশুগঞ্জে একান্ন সদস্য বিশিষ্ট তাতীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

ব্রাহ্মণবাড়িয়া, 10 November 2021, 378 বার পড়া হয়েছে,

আজ বুধবার সন্ধ্যায় জেলার ইন্ডাস্ট্রিয়াল স্কুলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কার্যালয়ে নবনির্বাচিত আশুগঞ্জ তাতীলীগের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এর আগে আশুগঞ্জ উপজেলা তাতীলীগের পক্ষ থেকে বিশাল একটি মটর সাইকেল শোভাযাত্রা
শহরের পৌর মার্কেটের সামনে থেকে কাউতলি হয়ে ইন্ডাস্ট্রিয়াল স্কুলে এসে শেষ হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি এসএম সোহেল মিয়া, সহ সভাপতি শানু মিয়া ও সাধারণ সম্পাদক আলামীন মিয়ার হাতে জেলা কমিটির স্বাক্ষরযুক্ত তালিকা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা তাতীলীগের সভাপতি আসাদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।