একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী সহ ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 27 June 2024, 27 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর বাস চালকের সহকারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন টিক্কলহাটি গ্রামের কাসেম মিয়ার ছেলে বাসযাত্রী রাজু মিয়া (২০) ও একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে চালকের সহকারী সাইফ মিয়া (২০)।

খাঁটিহাতা হাইওয়ে অফিসার ইনচার্জ ওসি আশীষ কুমার স্যানাল বলেন, গভীর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকার সামনে থাকা ট্রাকটিকে বেপরোয়া গতিতে আসা বাসটি ওভারটেক করার সময় সজোরে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।