নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ত্রিমুখী যানবাহনের সংঘর্ষে ইজাজুল হক জিসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজাজুল হক জিসান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আব্দুর সালামের ছেলে। জিসান ঢাকা সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাসকে সাইট দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকে ধাক্কা দেয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা জিসানকে বহনকারী মোটারসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটারসাইকেলে থাকা সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইজাজুল হক জিসান গুরত্বর আহত হন।
পরে স্থানীয়রা আহত জিসানকে কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।