ব্রাহ্মণবাড়িয়ায় পানি-সরিষার তেল মিশিয়ে নিজ খামারের গরুর দুধ বলে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়া, 11 April 2022, 253 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল দুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ এপ্রিল) জেলা শহরের বিভিন্ন বাজারের দুধ পরীক্ষা করা হয়। অভিযান কালে দুই বিক্রেতার দুধে ভেজাল পাওয়া যাওয়ায় তাদের জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার  জেলা কর্মকর্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বিভিন্ন বাজারে বালতিতে করে খোলা লিকুইড দুধ বিক্রয় করেন গোয়ালীরা। এসময় অনেকেই প্রতারণার আশ্রয় নিয়ে দুধে ভেজাল করে থাকেন। ভেজাল প্রতিরোধ আমরা আজ অভিযান চালিয়েছি। এসময় জেলা শহরের মধ্যপাড়া বর্ডার বাজার ও কাউতুলী বাজারে ল্যাক্টোমিটার দিয়ে দুধ পরীক্ষা করে দুইজনের দুধ ভেজাল পাওয়া যায়। তাদেরকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ভেজাল দুধ বিক্রেতা দুইজন বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে নিজের খামারের গরুর দুধ বলে ক্রেতাদের সাথে প্রতারণা করতেন। তারা দুধের সাথে পানি ও সরিষার তেল মিশিয়ে গাড় করে খাঁটি দুধ বলতেন।

অভিযানকালে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শফিউর রহমান সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। -(সরোদ)