ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় ৩ কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়া, 12 July 2022, 224 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাই শেষে এক কিশোরকে ফেলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা। পরে রাত পৌনে ১১টার দিকে আটক তিনজনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ইদ্রিস মিয়ার ছেলে রিফাত মিয়া (১৮), মৃত হেলাল উদ্দিনের ছেলে সাইমন (১৮) ও আব্দুল কুদ্দুসের ছেলে ইমরান ওরফে ইমতাজ (১৭)।

সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন জানান, রাত ৮টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোকর্ণঘাট বাজার থেকে একটি অটোরিকশায় উঠেন আরিফুল ইসলাম। চালক ছাড়াও অটোরিকশাতে আগে থেকে পেছনের আসনে দুজন ও সামনে একজন ছিল।

অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা আরিফের গলায় ছুরি ধরে তার কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

এর পর সিএনজিটি সিন্দুউড়া এলাকায় পৌঁছলে আরিফকে ফেলে দেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় তার চিৎকারে লোকজন ধাওয়া করে ওই তিনজনকে আটক করে।