নিউজ ডেস্ক: জাতীয় কবিতা মঞ্চ ও কালচারাল সেন্টার, ইরান দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো পোয়েট্রি ফর প্যালেস্টাইন কনফারেন্স। ২৬ অক্টোবর, (শনিবার) ঢাকাস্থ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কবি লেখকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পোয়েট্রি ফর প্যালেস্টাইন কবিতা প্রতিযোগিতার বিজয়ী কবিদের পোয়েট্রি ফর প্যালেস্টাইন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় আন্তর্জাতিক কবি ও গবেষক ড. এস এম শাহনূরকেও এ সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বহুমাত্রিক লেখক ও গবেষক এস এম শাহনূর ৮ সেপ্টেম্বর, ১৯৭৯ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন বল্লভপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই কবিতা ও গল্প লেখায় হাতে খড়ি। ছাত্রজীবনে তিনি ছিলেন প্রতি পরীক্ষায় ফার্স্ট হওয়া অত্যন্ত মেধাবী ছাত্র। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) এবং মেরিন এন্ড ওয়ারফেয়ার একাডেমি অব চায়না থেকে উচ্চতর প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেন। গবেষণাধর্মী, ভ্রমণ, জীবনী, ইতিহাস-ঐতিহ্য ও কবিতাসহ তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর অন্তর্ভুক্ত আন্তর্জাতিক অ্যান্থলজি THE BOOK OF HYPERPOEM এর তিনি একজন বাংলাদেশী কবি। বিশ্বের ৩০টি ভাষায় অনূদিত হয়েছে তাঁর লেখা এবং দেশ বিদেশের নানান পত্রিকা ও সাময়িকীতে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। শিশু অধিকার বিষয়ক কবিতা ও নিজস্ব সংস্কৃতিকে মৌলিক লেখার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুন্দরভাবে উপস্থাপন করায় আমেরিকান ইউনিভার্সিটি অব মিলফোর্ড- ইউএসএ, তাঁকে (আন্তর্জাতিক সাহিত্যে) সম্মানসূচক ডক্টরেট (ডি লিট) ডিগ্রি প্রদান করেন। সৃষ্টিশীলকর্মে নিবেদিত এ তারুণ্যের কবি বর্তমানে জাতীয় দৈনিক ঐশী বাংলা’র সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইরান রাষ্ট্রদূত সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। বিশেষ অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল জনাব এহতেশামুল হক, প্রফেসর ড. শাহ কাউসার মুস্তফা আবুল উলায়ী, দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব মজিবুর রহমান, দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর প্রমুখ। এছাড়া ইরান দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা ও দেশের বিশিষ্ট কবি ও লেখক বৃন্দ।