ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে বিপুল পরিমাণ রিং জাল জব্দ, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 2 April 2023, 81 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে অবৈধ রিং জাল দিয়ে মাছ ধরা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে। শনিবার (০১ এপ্রিল) বিকেল ৫টার দিকে পৌর এলাকার ভাদুঘরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১৫০০ মিটার অবৈধ রিং জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, অভিযানে প্রায় ১৫০০ মিটার অবৈধ রিং জাল জব্দ করা হয় এবং একজন মালিক সহ দুইজন শ্রমিককে আটক করা হয়।আটককৃতকে মৎস সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ০৩ ধারা লঙ্ঘন করে অবৈধ রিং জাল দিয়ে মাছ ধরার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আর কখনো রিং জাল দিয়ে মাছ ধরবে না মর্মে মুচলেকা প্রদান করেন। এছাড়া জব্দকৃত রিং জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।