আশুগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন 

ব্রাহ্মণবাড়িয়া, 11 February 2025, 26 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা মুফতি মোশাররফ হোসাইন কাসেমীকে সভাপতি ও মাওলানা হাশমতুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে আশুগঞ্জ রাজমনী হোটের দুতলার হলরুমে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়৷
হেফাজত ইসলাম আশুগঞ্জ উপজেলার কাউন্সিলর অধিবেশনের জেলার হেফাজত ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী সভাপতিত্বে ও মাওলানা জুনাইদ কাসেমীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী।
আশুগঞ্জ উপজেলা হেফাজত ইসলামের কমিটিতে অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি: মাওলানা নুরুল আমীন, সহসভাপতি: মাওলানা ইউসুফ বিন হাবিব, মাওলানা শাহ আলম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ সাবেক ছাত্রনেতা মাওলানা জুনায়েদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক: মাওলানা মাহতাব হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক: আব্দুল মুমিন ফোআদ, প্রচার সম্পাদক: মাওলানা মাসুদুর রহমান মা’রিফি, অর্থ সম্পাদক: জনাব দুলাল সিকদারসহ ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় আমন্ত্রিত অতিথি ও হেফাজত ইসলামের নেতাকর্মী নবগঠিত কমিটির সকলকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানান।