বিজয়নগরে স্কপ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 14 July 2025, 114 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপ (মাদকদ্রব্য) সহ মোঃ রকিব প্রকাশ মোঃ রাকিব মিয়া (৩৭) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ২০২৫ ইং সকাল ০৯ঃ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মাদক কারবারী জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোঃ জনাব আলীর ছেলে। পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মাটির বসত ঘরের শয়ন কক্ষে অভিযান চালিয়ে উপরে উল্লেখিত স্কপ সিরাপসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান,আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যা এফআইআর নং-২২, তারিখ- ১৪ জুলাই, ২০২৫; জি আর নং-২৬৮, তারিখ- ১৪ জুলাই, ২০২৫;  ধারা- ৩৬(১) সারণির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও  তিনি জানান।