গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1172002 বার পড়া হয়েছে,
স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় ইয়ামিনের। এর জের ধরে অভিমান করে পশ্চিম ভিটি বিল্ডিং ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেন বলে তার স্বজনরা জানিয়েছে।
পরে ঘরের ভেতর ইয়ামিনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা। খবর পেয়ে সরাইল থানার এএসআই আবুল হাসান ঘটনারস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।