ব্রাহ্মণবাড়িয়ায় আশার প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 12 February 2024, 60 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আশার প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীর বিনামূল্য প্রেসক্রিপশন ফিজিওথেরাপি ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়েছে ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন, আশার রিজিওনাল ম্যানেজার মোঃ শাহজাহান আলী খান। বিশেষ অতিথি ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, আশার মেডিক্যাল অফিসার ডাঃ আবদুল কুদ্দুস নোমান, আশার রিজিওনাল ম্যানেজার কৃষি সৈয়দ উবায়দুর রহমান,হেলথ
সেন্টার ইনচার্জ মোঃ শাহ কামাল ,ব্রাঞ্চ ম্যানেজার কমল রঞ্জন শীল।
এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।