মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সেলিম খন্দকার।
শুক্রবার (৬ অক্টোবর) বিকালে সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় টর্নেডোর ২০ টিনশেড ঘরে আঘাত করে। এ সময় সাত থেকে আটটি বসতঘরসহ অনন্ত ১২টি বিভিন্ন ধরনের দোকানপাট লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে।
পরদিন শনিবার সকালে সমাজসেবক ক্ষতিগ্রস্থ এলাকায় ছুটে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো: সেলিম খন্দকার। উক্ত ফাউন্ডেশনের মহাসচিব মাও. মুহাম্মদ মুমিনুদ্দীন ওসমানী , ভাইস চেয়ারম্যান- মো. হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যন শেখ মো. শাহিদ মেম্বার, ভাইস চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী মো. কামাল পাঠান , ভাইস চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী আবদুল মোমেন , বিশিষ্ঠ সমাজকর্মী মো. রওশন আলী, ত্রাণ ও পুনর্বাসন সহকারি সচিব মো.বাদল খাঁ, শাহবাজপুর ইউনিয়ন আহবায়ক শাহ মো৷ ইকবাল হোসেন, সম্মানিত সদস্য মাও. জানে আলম সিদ্দিকী , মো.জসিম মিয়া, মো. আক্কাছ মিয়া, মো: বকুল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাজসেবক আলহাজ্ব সেলিম খন্দকার বলেন, সেলিম খন্দকার ফাউন্ডেশন সব সময়, অসহায়, গরিব-দুঃখী পাশে পাশে ছিল, ভবিষ্যৎ তে থাকবে। পরিশেষে তিনি , জনপ্রতিনিধিসহ বিত্ত্ববান ব্যক্তিদেরকে ক্ষতিগ্রস্হদের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান।