নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে ডাক্তার আব্দুল মতিন সেলিম এর পিতা প্রয়াত হাফেজ আব্দুর রহিমের স্মরণে ফ্রী হার্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এই ক্যাম্পিং এ ডা. মো. আব্দুল মতিন সেলিম, কনসালটেন্ট কার্ডিওলজি হার্ট ফাউন্ডেশন। ডা. জান্নাতুল মাওয়া, মেডিকেল অফিসার হার্ট ফাউন্ডেশন। ডা. আল-মামুন ভূঁইয়া সৌরভ, নোয়াখালী মেডিকেল কলেজ। ডা. খাদিজাতুল কোবরা তুশমী, নোয়াখালী মেডিকেল কলেজ, বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন।
হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি এড. মো. হাবিব উল্লাহ্’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিক, সাধারণ সম্পাদক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহমেদ শেখ জামাল, সহসভাপতি হার্ট ফাউন্ডেশন। এ. কে. এম জাকারিয়া, কোষাধ্যক্ষ হার্ট ফাউন্ডেশন। সাংবাদিক এইচ. এম জাকারিয়া জাকির, নির্বাহী সদস্য হার্ট ফাউন্ডেশন। হাফেজ মো. আব্দুস সালাম এম এ (ইংরেজি)।