আগামী ৫ ও ৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে চিত্র প্রদর্শনী

ব্রাহ্মণবাড়িয়া, 3 November 2025, 83 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : রঙের ভেতরেও লুকিয়ে থাকে শব্দ, আর সেই শব্দে জাগে অনুভব।

তরুণ শিল্পী রূপম রূপ সেই অনুভবকেই তুলির ছোঁয়ায় রূপ দিচ্ছেন তাঁর প্রদর্শনী “Global Peace”-এ, যা অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আগামী ৫ ও ৬ নভেম্বর। এবারের থিম “Global Peace”( চিএ প্রদর্শনী)

এ প্রদর্শনীতে ফুটে উঠবে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর ক্লান্ত মুখ, আর তারই বিপরীতে শান্তি ও মানবতার কোমল রূপ। Cultural Club-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রূপম রূপ বলেন—

“আমি চাই, মানুষ শিল্পের সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের মানবতাকে উপলব্ধি করুক। শান্তি শুরু চিন্তাকর্ম।”