ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

ব্রাহ্মণবাড়িয়া, 26 December 2021, 465 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাতে নির্বাচন কমিশন অফিস থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

এর মধ্যে বিজয়নগরের ১০টি এবং আখাউড়ার ৫টি ইউনিয়ন। তবে আখাউড়ায় প্রার্থীদের দলীয় প্রতিক বরাদ্দ দেওয়া হয়নি।

বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। বাকি ৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলাফল অনুযায়ী বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছায়িদুল ইসলাম চশমা প্রতিকে ৭,৩৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪,১৯৪ ভোট।

চান্দুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীউল হক চৌধুরী ৪,২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল মিয়া ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩,৬৫৯ ভোট।

ইছাপুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল আনারস প্রতিকে ৩,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩,৩৫৬ ভোট।

চম্পকনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী দুই পাতা প্রতিকে ২,৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হামিদুল হক পেয়েছেন ১,৯৮১ ভোট।

হরষপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সারোয়ার রহমান ভূইয়া ৬,২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান আনারস প্রতিকে পেয়েছেনন ৫,৮৯০ ভোট।

পত্তন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতিকে ৬,২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান রতন পেয়েছেন ৫,৮৬৯ ভোট।

সিঙ্গারবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ৯,৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক আনারস প্রতিকে পেয়েছেন ৩,০২১ ভোট।

বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন চশমা প্রতিকে ৩,৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আল মামুন পেয়েছেন ৩,০০৪ ভোট।

চরইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দানা মিয়া ভূইয়া ৩,৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস মিয়ায়া আনারস প্রতিকে পেয়েছেন ২,৯১১ ভোট।

পাহাড়পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম ১০,৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৬,২৬১ ভোট।

এছাড়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী অটোরিকশা প্রতিকে ৫,৭৮৫ ভোট পেয়েয়ে নির্বাচিত হয়েছেন।

ধরখার ইউনিয়নে সফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে ৩,৬৯২ ভোট, মোগড়া ইউনিয়নে আব্দুল মতিন চশমা প্রতিকে ৩,৭২৭ ভোট, আখাউড়া উত্তর ইউনিয়নে মো. শাহজাহান টেলিফোন প্রতিকে ২,৫১০ ভোট এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নে জালাল উদ্দিন আনারস প্রতিকে ৩,৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।