গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167248 বার পড়া হয়েছে,
ইট কংক্রিটের এ শহরে
সবুজ আর প্রেম নেই!
কুকুরের গর্জন আছে
মাছির ভনভন আছে
ডাস্টবিনে ময়লা আছে
পুষ্পের বাগান নেই!
এ শহরে মানুষ নেই,
মানবতা নেই,
নীল রঙের আকাশ নেই
আছে কারখানার কালো ধোঁয়ার আচ্ছন্ন
গগন দৈত্যের মতো বিল্ডিং
আর রক্তে মাংসে শরীরের রোবট!
এ শহরে কেউ কারও আপন নয়
কেউ কারও সঙ্গে কথা বলে না
কেউ কারও সঙ্গে আড্ডা দেয় না
কেউ কাওকে চিনে না
এ এক আজব রোবটের শহর।
এখানে উদ্দাম ধস্তাধস্তির নৃত্য হয়
সংগীত এখানে নিষিদ্ধ
এখানে কবিতা নিষিদ্ধ
প্রেম নিষিদ্ধ মিছিল
শোভাযাত্রা নিষিদ্ধ
বৈশাখের পান্তা ইলিশ নিষিদ্ধ!
এ-শহর ও-শহর সব শহর আজ রোবটের দখলে এখানে মানুষ নিষিদ্ধ!!