বিজয়নগরে স্কুলের বারান্দায় মিললো বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া, 17 July 2022, 115 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি পলিটেকনিক স্কুলের বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ষাটোর্ধ হবে বলে ধারণা করছে পুলিশ। রোববার (১৭ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার মেরাশানী পলিটেকনিক একাডেমি স্কুল ভবনের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। একটি সাদা-লাল শার্ট পড়াছিল। অন্য কোন কাপড় ছিলনা বলে পুলিশ জানিয়েছেন।

বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল হোসেন সরকার বলেন, স্কুলের বারান্দায় একটি লাশ পড়ে থাকতে দেখে, দুপুরে মেরাশানী পলিটেকনিক একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ফোনে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি।