গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1176695 বার পড়া হয়েছে,
বড় হরণের সন্তান হাজী আব্দুল জলিলের ছেলে ইঞ্জিনিয়ার জাকির হোসেন শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদের জামা কাপড় লুঙ্গি ইত্যাদি বিলি করেন। প্রতি বছর রমজানে উনি তার নিজ গ্রামে অসহায় মানুষের জন্য ঈদের নতুন জামা কাপড় দান করে থাকেন। তাছাড়াও গ্রামের নানারকম জনকল্যাণমূলক কাজে যেমন মসজিদ মাদ্রাসা সামাজিক উন্নয়নমূলক কাজে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেন।
এভাবে যদি প্রতি গ্রামে শিক্ষিত সচ্ছল মানুষগুলো অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজে দুঃখ-দুর্দশা থাকবেনা। আসুন আমরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথা ব্রত নিয়ে ধর্ম জাতি ভেদ ভুলে মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।