নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে একই লাইনে চট্টগ্রামগামী কনটেইনার ট্রেন ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস প্রবেশ করায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে স্টেশনের কাছে এক নাম্বার লাইনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অন্তত দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনা তদন্ত করে দেখা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্টেশনের এক নাম্বার প্লাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো। ঠিক একই সময়ে এর পেছনে মাত্র ১০ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী অপর আরেকটি কনটেইনারবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে প্রবেশ করছিল। তাৎক্ষণিকভাবে রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে দৌড়ে গিয়ে ম্যানুয়াল সিগন্যাল দিয়ে ট্রেনটি দাঁড় করান। যার কারণে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।
পেছন থেকে আসা মালবাহী ট্রেনের চালক মো. আক্তার হোসেন জানান, তিনি সিগন্যাল পেয়ে যথাযথ নিয়ম মেনেই জংশন স্টেশনে প্রবেশ করছিলেন।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন স্টেশনমাস্টার জানান, কনটেইনার ট্রেনটিকে ওই লাইনে সিগন্যাল না দেওয়া সত্ত্বেও সেটি প্রবেশ করেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আখাউড়া জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট জানান, এ ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হবে।
ঘটনার সময় আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং আজমপুর স্টেশনে চট্টগ্রামগামী একটি ট্রেন আটকে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।