আশুগঞ্জে ১৮কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যান-মোটরসাইকেলসহ ৭জন আটক

ব্রাহ্মণবাড়িয়া, 14 January 2022, 356 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক ৩টি অভিযানে ১৮ কেজি গাঁজা ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জেলার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার মন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো. হেলাল মিয়া (২৫) ৪কেজি গাঁজাসহ আটক করেন।

অপর একটি অভিযানে একই এলাকা থেকে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। কাভার্ডভ্যান থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙা গ্রামের শাহ আলমের ছেলে মো. ফেরদৌস আলম (২২), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শ্যামবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. নাজমুল শেখ(২২), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেরীপটল গ্রামের আবু হানিফের ছেলে বাবু ইসলাম (২০), সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বাসতুল (পালাসি) গ্রামের মহিউদ্দিনের ছেলে আলতাফ মিয়া(৪০)কে আটক করা হয়।

এছাড়াও আরেকটি অভিযানে একটি মোটরসাইকেল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এসময় জেলার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত ফরিদ খাঁনের ছেলে মো. রনি খাঁন(২৪) ও সিঙ্গারবিল গ্রামের শাহীন মিয়ার ছেলে মো. শুভ্র(২০)কে আটক করা হয়।

আটক আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। – (সরোদ)