গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1176824 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার শাহবাজপুর সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, মহাসড়কে মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের পেটের নাড়িভুড়ি বেড়িয়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় সে নিহত হয়ে থাকতে পারে। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় সনাক্ত করতে পিবিআই’কে খবর দেওয়া হয়েছে। আশা করছি পিবিআই এসে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে তার পরিচয় সনাক্ত করতে পারবে।