ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের পাঁচটি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশ গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উত্তর জাঙ্গাল গ্রামের কবরস্থানের পাশ দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সাইফুলের সাথে তার চাচাতো ভাই ইব্রাহিমের কথা কাটাকাটি হয়। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে মামুন (২৬), মাইন উদ্দিন (১৮), রেখা বেগম (৩৫), কাউছার মিয়া (২৮), আরিফ (১৫) ও আবদুর রহমানকে (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিরা বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে চিকিৎসা নেয়।
জাঙ্গাল গ্রামের হানিফ মিয়া বলেন, কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।
সোমবার রাতে স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিরোধ মীমাংসা করার করার চেষ্টা করা হয়। কিন্তু চেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কবরস্থানের সামনে দিয়ে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ গ্রামে অভিযান চালিয়ে রাম দা, টেঁটা, বল্লমসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।