 
									
									গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
											4 July 2021, 
											1860823 বার পড়া হয়েছে, 
										
									 
					 
									নিজে পুড়ি,পোড়াইনা কারো সুন্দর মন
মিটাই শিল্প,পরিবহন,রান্নার প্রয়োজন।
কমিউটার হয়ে ক্লান্তিহীন চলি ঢাকার পথে
জ্ঞানী-মুর্খ,হকার-ভবঘুরে পাড়ি দেয় এ রথে।
কুমিল্লায় এক উপজেলার নামেও করি বাস
আমি এক গৌরবিণী ব্রাহ্মণবাড়িয়ার তিতাস।