গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1262226 বার পড়া হয়েছে,
ক্রীতদাস
–মনিরুল ইসলাম শ্রাবণ
অনেক অনেক বছর আগে
পৃথিবীতে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিলো।
হাট-বাজারে তখন বিক্রি হতো একদল মানুষ।
তাদের বিক্রি করতো আরেকদল মানুষ।
ক্রেতাও ছিল আরেকদল মানুষ।
মানুষ মানুষকে কেনা বেচার এই প্রথাটি
পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও;
এটার এখন আধুনিকায়ন হয়েছে।
এখনো মানুষ বিক্রি হয়!
তবে এখন
জোর করে ধরে এনে মানুষ বিক্রি করা হয় না।
এখন মানুষ নিজেই নিজেকে বিক্রি করে
কেউ হিংসার কাছে
কেউ লোভের কাছে
কেউ অর্থের কাছে
কেউ দারিদ্র্যের কাছে
কেউ ক্ষমতার কাছে
কেউ ষড়যন্ত্রের কাছে
কেউ সৌন্দর্যের কাছে
কেউ যৌনতার কাছে
কেউ মোহ প্রেম ভালোবাসার কাছে
প্রতিনিয়ত বিক্রি হয়, হচ্ছে।
বিক্রি হওয়ার এই উৎসব চলছে তো চলছেই।
পশুর মতো পণ্য বানিয়ে নিজেকে বিক্রি করার
এই প্রথা কববে শেষ হবে?
হে মানুষ…….
তুমি মানুষ হবে কবে ?