নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

সারাদেশ, 11 July 2021, 514 বার পড়া হয়েছে,

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিআইজি আসাদুজ্জামান জানান, অভিযান পরিচালনা করার সময় তথ্য পেয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় তারা আরও একটি ডেরা ঘিরে রেখেছেন।

এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি। সেখানে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে।

ডিআইজি আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে একে একে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয় ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি।

সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন।

ডিআইজি আসাদুজ্জামান বলেন, মামুন নব্য জঙ্গি গ্রুপের সামরিক গ্রপের সদস্য। এদের এমন সামরিক সদস্যের সংখ্যা খুবই সীমিত (লিমিটেড) হয়। কোনো হামলার পরিকল্পনা থাকলে এই সামরিক গ্রুপের সদস্যরা সেটা বাস্তবায়ন করে।

তিনি  আরও বলেন, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হামলার জন্য বোমা তৈরি করছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।