মসজিদে মাইকিং করে সংঘর্ষ, স্কুলছাত্রসহ আহত-২০

সারাদেশ, 30 October 2021, 420 বার পড়া হয়েছে,

সিলেটের বিশ্বনাথে মসজিদে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সূত্র জানায়, রামপাশা ও রাজাগঞ্জ বাজার সড়কে তেঘরি গ্রাম নামক স্থান অতিক্রমের সময় দেলোয়ার হোসেনের রিকশা এবং স্কুলছাত্র লোকমান হোসেনের ভ্যানের সংঘর্ষ হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

রিকশাচালক দেলোয়ার হোসেন রামপাশা বাজারে গিয়ে তার স্ট্যান্ডের সবাইকে ঘটনা অবগত করেন। এ সময় রিকশাচালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের সমজিদে মাইকিং করে স্কুলছাত্র লোকমানদের টমেটো ক্ষেতে গিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে স্কুলছাত্র পক্ষের আহতরা হলেন-  স্কুলছাত্র লোকমান হোসেন (১৭), তার পিতা ওয়ারিছ আলী (৬৫), বড়ভাই বুরহান উদ্দিন (২৮), একই গ্রামের আফতাব আলীর ছেলে জমির আলী (৩১), আব্দুল খালিকের ছেলে শাকিব আহমদ (১৯), আজর আলীর ছেলে একলাছ মিয়া (৪৮), শমশের আলীর ছেলে একরামুল (১৯), আব্দুল কাদিরের ছেলে শাহজাহান (২০) ও নুর উদ্দিনের শিশুপুত্র জিসান আহমদ (১০)।

এছাড়া অটোরিকশা চালকদের পক্ষে আহতরা হলেন- দিলোয়ার হোসেন (১৯), রিকশাচালক লয়লু মিয়া (৩০), চান মিয়া (৩৩), মাছুম মিয়া (২২), মৌরশ আলী (২৫) ও আলমগীর হোসেন (২৬)।

সূত্র জানিয়েছে, উভয়পক্ষের আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।