ব্রাহ্মণবাড়িয়ায় খারঘর গণহত্যা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 10 October 2021, 444 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রবিবার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে খারঘর গণহত্যা দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের ১০ অক্টোবর নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে নির্বিচারে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। সেদিন ওই গ্রামের ৪৩ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ২৩ জনকে খারঘর গ্রামেই গণকবর দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর ১০ অক্টোবর খারঘর গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। আলী আজগর মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও সহকারী কমিশনার ভূমি মোশারফ হোসেন।
খারঘর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু মাষ্টার, বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আতিকুল ইসলাম, সাংবাদিক আমিন ব্যাপারী, আবুল কাশেম, আনিসুজ্জামান, আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণকবরটি সংরক্ষণ করে খারঘর গ্রামে নির্মিত হয়েছে ‘খারঘর গণকবর স্মৃতিসৌধ-৭১’। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়।