শুক্রবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার দিরেশ দীঘিতে ‘বন্ধুকল্যাণ মৎস্য প্রকল্প’ নামে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।
২২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রতিযোগিতায় অংশ নেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আমতলা গ্রামের শৌখিন মাছশিকারি ইউনুছ আলী। প্রতিযোগিতায় তার বড়শিতে আট কেজি ওজনের একটি কাতল ধরা পড়ে। সারাদিনে কেবল একটি মাছই ধরা দেয় তার বড়শিতে। আর এই এক মাছেই বাজিমাত করেন তিনি।
জানা গেছে, মাছ ধরার প্রতিযোগিতায় ৩১ জন মাছ শিকারি অংশ নেন। অন্য প্রতিযোগীদের মতো ইউনুছও সকাল ৬টায় দীঘিতে বড়শি ফেলেন। এরপর সকাল সোয়া ১০টায় তার বড়শির ছিপে প্রথম মাছটি ধরা পড়ে। কাতল মাছটির ওজন আট কেজি। এরপর আর সারাদিন তিনি কোনো মাছ ধরতে পারেননি। পরে ইউনুছই সবচেয়ে বড় মাছ শিকারী হিসেবে প্রথম স্থান অর্জন করে পুরস্কার হিসেবে পান দুই লাখ টাকা।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার জামাল হোসেন দ্বিতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে ৫ কেজি ৩৫০ গ্রাম ও ৩ কেজি ৮৩০ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে। তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কলীশিমা এলাকার হামদু মিয়া ৪ কেজি ৪৯৫ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে হয়েছেন তৃতীয়। তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা।
আয়োজকরা জানান, গত ২৮ আগস্টও একটি মৎস্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আগামী ১৫ অক্টোবর সরাইল সরকারি কলেজ দীঘিতে আরেকটি প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তারা।