যুবসমাজ দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার

মতামত, 27 September 2021, 540 বার পড়া হয়েছে,

মানুষের স্বাভাবিক জীবনধারার তিনটি স্তর শৈশব, যৌবন ও বার্ধক্য। এর মধ্যে যৌবনকাল শ্রেষ্ঠ। অফুরন্ত প্রাণশক্তির আধার যুবসমাজই দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার। তারা দেশ ও জাতির সম্পদ। একটি সমাজ ও একটি রাষ্ট্রের ভবিষ্যত সম্পদ হলো তরুণ সমাজ। সমাজ ও রাষ্ট্রের উন্নতি-সমৃদ্ধি নির্ভর করে তরুণ সমাজের ওপর। যেকোনো জাতির প্রাণশক্তি তাদের যুবসমাজ। যুবসমাজই জাতির আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক। যুবসমাজ যেকোনো দেশ ও জাতির সোনালি স্বপ্ন। আজকের যুবকরাই পরিচালনা করবে আগামীর সমাজ, রাষ্ট্র ও জাতিকে। যুবকদের প্রেমময় রূপ ও শক্তির কারণে দরিদ্র, নিঃসহায় প্রবঞ্চিত ও নিগৃহীত জনতা লাভ করবে নতুন জীবন, প্রদীপ্ত হবে নব উদ্দীপনায়। কিন্তু সম্প্রতি সেই যুবসমাজের প্রতি তাকালে জাতিকে অবাক হতে হয়। কারণ দেশ ও জাতির কর্ণধার সেই যুবসমাজ নৈতিক অবক্ষয়ের সাগরে আকণ্ঠ নিমজ্জিত। তাদের অনেকেরই নৈতিক কিংবা সামাজিক মূল্যবোধ নেই। এই যুবকদের মধ্যে কেউ মাদকাসক্ত, কেউ অসামাজিক, কেউ চাঁদাবাজি, কেউ অস্ত্রবাজি, কেউ চুরি-ডাকাতি-ছিনতাই, প্রভৃতি অন্যায় অপকর্মে লিপ্ত। যুবকদের মাঝে নৈতিক অবক্ষয়ের বিস্তার। দিন’কে দিন এটা মহামারীর মত বেড়েই চলেছে। একটা দেশের এবং জাতির শক্তিশালী সম্পদ হচ্ছে যুবসমাজ আর ওদের এই অবক্ষয় একদিনে তৈরী হয়নি। এই নৈতিক অবক্ষয়ের মূল কারন হচ্ছে নৈতিক শিক্ষার অভাব, মাদকের বিস্তার, আকাশ সংস্কৃতির বিষাক্ত ছোবল, বেকারত্ব ওদের যথাপোযুক্ত মূল্যায়ন না করা।

যুবকেরাই দেশ ও জাতির প্রান, সমাজের গৌরব আর যখন যুব সমাজ অন্ধকারের দিকে পা বাড়ায় তখন তা জাতির জন্য ভয়ংকর রূপ ধারন করে। তাদের অবক্ষয়ের কারনে সমাজে নেমে আসে চরম বিপর্যয়। যুবকেরা পৃথিবীতে শান্তি ও কল্যানের মন্ত্র প্রচার করে, আর সেই যুবসমাজ যদি পৃথিবীতে অশান্তি ও দুঃখের কারন হয়ে দাঁড়ায়, তবে তা সমাজের জন্য বিপর্যয়েরও কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে আমরা এক অবক্ষয় সমাজের বাসিন্দা। বোধ ও নৈতিকতার অবক্ষয়, ধর্মবিমুখ, ধর্মনিরপেক্ষ, ভোগবাদী সমাজের পরিণতিই হলো অবক্ষয়। ইভটিজিং, ধর্ষন, মাদকের এই বিষাক্ত ছোবল যুবসমাজে বিপর্যয় নেমে আসে। ধর্ষন সভ্যতার ইতিহাসে সবচেয়ে জঘন্য অপরাধ। ধর্ষনের মাধ্যমে শুধু একটি নারীকে নয়, একটি জাতিকে ধ্বংস করে দেয়া হয়। ফলে সেই পরিবারটিও অকালে নিঃশেষ হয়ে যায়। এটি একটি ঘৃনিত অপরাধ। এর পেছনে দায়ী নৈতিক অবক্ষয়। ধর্ম বিমুখ, আকাশ সংস্কৃতি, যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। জীবন ও সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি হলো মাদকাসক্ত। যুবসমাজ আশংকাজনক হারে মাদকের দিকে ঝুকে পড়ছে। স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে এর ব্যপকতা উদ্বেকজনক হারে বেড়ে চলেছে। ফলে ঐশির মত অনেকে হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্ববরে। বর্তমান সময়ে নীল মাদক ইয়াবা আগ্রাসনে দেশ এখন ক্ষত বিক্ষত। মাদক ব্যবহার এবং ব্যবসার সাথে জড়িত যার অধিকাংশই তরুণ।

নীতি যেখানে পদদলিত, মানুষ অবৈধ পথে অর্থের পাহাড় গড়ে তোলে, বিচারের বানী যেখানে নিরবে নিভৃতে কাঁদে, যে সমাজে মূল্যবোধ ধংসের মুখে, বেকারত্ব, সন্ত্রাস, রাজনৈতিক কুপ্রভাব, অপসংস্কৃতি, অর্থনৈতিক দৈন্য যুবসমাজকে দারুনভাবে প্রভাবিত করছে। ফলে তারা সুস্থ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুঁকে পড়ছে নানা অবক্ষয়ের দিকে। আমাদের যুবসমাজ বড়দের মাঝে খুব কমই আদর্শবান মানুষ খুজে পাচ্ছে যাদের থেকে তারা অনুপ্রেরনা পাবে, তারা অহরহ দেখছে রাজনীতির নামে মিথ্যাচার, সমাজ সেবার নামে সেচ্ছাচার, আদর্শের নামে প্রতারণা, সমাজের সর্বস্তরে মূল্যবোধের এই অবক্ষয়ের শিকার আমাদের যুবসমাজ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষাক্ষেত্রে অব্যবস্থাপনা  যুবসমাজকে  বিপথগামী করার ক্ষেত্রে বহুলাংশে দায়ী। অসুস্থ ছাত্র রাজনীতি নামধারী সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে  সাধারন ছাত্ররা। আর তাই এখনি নিতে হবে সময়োপযুক্ত পদক্ষেপ, শিক্ষাঙ্গনকে করতে হবে শিক্ষার কারখানা। সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার, উৎপাদন, বিক্রয় নিষিদ্ধ করে কঠোর  হস্তে দমন করতে হবে। অপরাধীদের কঠোর হাতে দমন করতে হবে। এই ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, দুর্নীতিকে সর্বক্ষেত্রে পরিহার করতে হবে। সকল প্রকার মানুষের মৌলিক অধিকার পূরন করতে হবে।

যুব সমাজের অবক্ষয়ের কারনে দেশ ক্ষুধা  ও দারিদ্রতার মাঝে মাথা উঁচু করার শক্তি হারিয়ে ফেলছে, যুবসমাজই দেশের প্রাণশক্তি, তাদের বিপথগামীতার অর্থ হলো গোটা জাতির ধ্বংস। তারাই জাতির আশা ও আকাংখার প্রতিক। তাদের উদ্বার করতে হবে অবক্ষয়ের অতল গহ্ববর থেকে। তা না হলে গোটা জাতি অবক্ষয়ের সাগরে ডুবে মরবে। মানব সভ্যতা যুব সমাজের রয়েছে মুখ্য ভূমিকা। তাই তাদের দিকে বাড়িয়ে দিতে হবে স্নেহের হাত। ওদের আস্থা ফিরিয়ে আনতে হবে। পরিচালিত করতে হবে সঠিক পথে। ওদের বোঝাতে হবে ওদের দিকে চেয়ে আছে গোটা দেশ ও জাতি। তরুণেরাই রাষ্ট্রের শক্তি, এদের সঠিক পথে পরিচালিত না করতে পারলে তার খেসারত সমগ্র জাতিকেই দিতে হবে। পরিশেষে দেশের মুক্তচিন্তাশীলদের কাছে অনুরোধ, আমাদের তরুণ প্রজন্মকে তাদের মতো করে বেড়ে উঠতে সহযোগিতা করুন। এটা আমাদের সবার দায়িত্ব।

জাকারিয়া জাকির: নির্বাহী সম্পাদক,জনতার খবর।