মায়ের প্রতি ভালোবাসা -হোসাইন ইসলাম জয়

সাহিত্য, 26 September 2021, 752 বার পড়া হয়েছে,
মায়ের প্রতি ভালোবাসা
-হোসাইন ইসলাম জয়
মাগো তোমায় ভালোবাসি, নিজের চেয়েও বেশি
   আর তো কিছু, চাইনা আমি তোমার চেয়েও বেশি।
তুমি আমার হিরার টুকরা
                সবার চাইতে দামি,
তোমায় ছাড়া এই ভুবনে চাইনা কিছুই আমি।
তোমার মর্ম বুজে মাগো, যে হারিয়েছে মা,
          তাইতো আমি তোমায় ছাড়া আর কিছু চাই না।
তুমি আমার চোখের মণি,
            সবার চেয়ে দামি!
সব কিছু ছেড়ে দিয়ে এই কথাটাই মানি।
    তোমারি মধু মাখা মুখটা আমি চিরদিন দেখে যেতে চাই,
মৃত্যুর আগমুহূর্তেও আমি, তোমাকেই যেনো পাশে পাই।
       তোমার মাঝে দেখি মাগো, আব্বাজানের ছায়া
কোনোদিও কাটাতে পারবনা মাগো, তোমার উপর থেকে মায়া
     দশমাস দশদিনের যন্ত্রণা সহ্য করে, তুমি মাগো
দেখিয়েছো এই সুন্দর ধরণী!
এই ঋণ কিভাবে শোধ করিব? তাতো কখোনো ভেবে দেখিনি?
জানিনা কোনোদিনও হতে পারব কিনা
তোমার পায়ের ধুলার তুল্য,
       তবুও চেষ্টা করব,
আমার প্রাণ  দিয়ে, দাম দিতে
তোমারি কষ্টের মূল্য।
     শত কষ্টের মাঝেও  দুঃখ, আর যন্ত্রণা সহ্য করে বড় বড় করেছ  মুখে নিয়ে হাসি,
তাইতো আমি নিজের প্রাণের চাইতেও অনেকটুকু,তোমায় ভালোবাসি তোমাকে অনেক অনেক ভালোবাসি মা।