সবার সবি – ‘আরিফ শামছ্’

সাহিত্য, 26 August 2021, 898 বার পড়া হয়েছে,

সবার সবি
আরিফ শামছ্’

ভালোবাসি দিবানিশি,
থাকবো সবার কাছাকাছি,
দুঃখ সুখে মিলেমিশি,
রয়বো সবার পাশাপাশি।

আমার আমার করে শুধু,
নেই উপকার কারো,
সবাই সবার একটু ভাবো,
সবাই সবি পাবো।

সবার সুখের ভাগ-ভাগীদার,
আপন পরে সবে,
তোমার দুঃখের ভাগী হতে,
সবাই সবার হবে।

আমার মতো আমার করে,
আমার জীবন ভাবো,
তোমার আছে অনেক কিছু,
সেসব এখন রাখো।

দুঃখ কারো বুঝতে হলে,
ভালো করেই বুঝো,
ভাবতে শেখো, জীবন জুড়ে
সুখের প্রদীপ খুঁজো।

তিলে তিলে উঠবে গড়ে,
সবার প্রয়োজনে,
আপন পরের দেয়াল সড়ে,
ঐক্য সবার সনে।

সকাল সদা রয়না সকাল,
বেলা গড়ায় দুপুর,
রাতের আঁধার চিঁড়ে নামে,
স্নিগ্ধ আলোর ভোর।

চিরতরে আমার করে,
সকল সময় ভালো!
রয়বে কী মোর পাশে সবে,
সারা জীবন ভাবো!!

পাবে ক’দিন সুখের ছবি,
তোমার পাশে জানো?
“সবাই সবার, সবার সবি”,
সবাই সমান মানো।

মর্জিনা মঞ্জিল,
মীরবাগ,
ঢাকা।