ব্রাহ্মণবাড়িয়ায় নদী বাঁচানোর আহ্বানে ‘নোঙর’র মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 26 September 2021, 483 বার পড়া হয়েছে,

আদিত্ব্য কামাল,জনতার খবর : ‘মানুষের জন্য নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশেই বিশ্ব নদী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’র’ আয়োজনে নদী রক্ষার দাবি নিয়ে মানববন্ধন করেছে ।

সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সোহেল আহাদের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান টিটু, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খালেদা মুন্নী ও অর্থ ও আইসিটি সম্পাদক শিপন কর্মকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, অংকুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন,  আবরনী’র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, ঝিলমিল সংগঠনের পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সভাপতি করবী চক্রবর্তী প্রমুখ।