ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

ব্রাহ্মণবাড়িয়া, 3 December 2025, 25 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল টেকনোলজিস্ট এন্ড ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চত্বরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল টেকনোলজিস্ট এন্ড ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি পালন করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালের সকল মেডিকেল টেকনোলজিস্টরাও কর্মসূচিতে অংশ নেন।
দাবি আদায়ে সারা দেশের ন্যায় আগামীকাল সারাদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।