আখাউড়া রেলস্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 23 November 2025, 33 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে অসুস্থ হয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার রাতে স্টেশনের প্ল্যাটফর্মেই ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধ। রোববার দুপুরে কোনো সাড়া-শব্দ না পেয়ে যাত্রীরা বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, “অজ্ঞাত ওই বৃদ্ধের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। পরিচয় পাওয়া না গেলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে জানানো হবে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তি বিভিন্ন মাজারে যাতায়াত করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।