কসবার ডাকাতি মামলার পলাতক আসামি ‘সুলতান’ আটক

ব্রাহ্মণবাড়িয়া, 17 November 2025, 40 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতি মামলার পলাতক আসামি ‘সুলতান’ আটক।
মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম মোঃ নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকার বাসিন্দা
এবং তিনি খাড়েরা বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী। ঘটনার দিন গত ২৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ১.৩০ ঘটিকার সময় ৭/৮ জন অস্ত্রধারী ডাকাত লোহার শাবল দ্বারা ভিকটিমের বসত ঘরের দরজার তালা ভেঙ্গে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে এবং অন্যান্য ডাকাতরা ঘরের চারপাশে অবস্থান নেয়। অতঃপর ডাকাতরা ঘরে প্রবেশ ঘরে ভিকটিমকে লোহার রড দ্বারা এলোপাতাড়ি মারধর করে এবং ঘরে থাকা লুঙ্গি কাপড় দিয়ে ভিকটিমের হাত, পা বেঁধে তাকে চিৎকার করতে নিষেধ করে।
একপর্যায়ে ডাকাতদল ভিকটিমের ছোট মেয়ে নাবিলা আক্তার (৪) কে জিম্মি করে ঘরে থাকা ৪টি মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং নগদ টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১১,০৮,০০০ টাকা। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ নাছির উদ্দিন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ ঘটনার প্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ১৬ নভেম্বর আনুমানিক ১৯.৫৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে কসবা থানার মামলা নং-৪৫, পেনাল কোড, ১৮৬০; এর মূলে ডাকাতির মামলার তদন্তে প্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলে -শেখ সুলতান (৬৮), পিতা- মৃত হাজী সিরাজ আলী, নওয়াপাড়া, কসবা, বাহ্মণবাড়িয়া ।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।