মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৫টার দিকে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ এবং কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দেওড়া গ্রামের দানা মিয়া ও শিপন মিয়ার মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় প্রথম ধাপে সংঘর্ষের পর শনিবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা ও বল্লম নিয়ে মুখোমুখি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা আতঙ্কে ছেয়ে যায়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের শত্রুতার জের ধরেই সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত বড় আকারের দাঙ্গায় রূপ নেয়।