কুরিয়ার সার্ভিস থেকে কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও নিষিদ্ধ ওষুধ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, 9 November 2025, 33 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ডে অবস্থিত সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে পুলিশ।
গতকাল শনিবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয় জনগণের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অতিরিক্ত তদন্ত কর্মকর্তা অমিতাভ দে ও ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত কুরিয়ার সার্ভিসে বুকিং করা মালামালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস ও বিভিন্ন প্রকার নিষিদ্ধ ওষুধ ছিল। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসব মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
সওদাগর কুরিয়ার সার্ভিসে কর্মরত শ্রমিক ফজলুর রহমান জানান, সোহেল, জুয়েল, হাসান ও জুবায়ের নামে মোট ৬৬ বস্তা মাল বুকিং করা হয়েছিল। এর মধ্যে কিছু বস্তা হাসানের লোকজন ইনচার্জ হৃদয়ের সহায়তায় নিয়ে গেছে। পরে স্থানীয়রা বাধা দিলে বাকি মালামালগুলো পুলিশ জব্দ করে। আমি কেবল শ্রমিক, এ বিষয়ে বিস্তারিত জানিনা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) বলেন, স্থানীয়দের সহায়তায় মালামালগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৬৬ বস্তায় ভারতীয় অবৈধ পণ্য ছিল। তবে কিছু মাল নিয়ে গেছে। সঠিক পরিমাণ যাচাই না করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতীয় পণ্য অবৈধভাবে আনা-নেওয়া হচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় এসব চোরাচালানকারীরা দিন দিন আরও সক্রিয় হয়ে উঠছে। তারা- দ্রুত অভিযান বাড়ানোর দাবি জানিয়েছেন।