রাজশাহীতে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 7 September 2022, 110 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির : রাজশাহীতে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি পীযুষ কান্তি আচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু, সৈয়দ মিজানুর রেজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান, জনতার খবর এর নির্বাহী সম্পাদক জাকারিয়া জাকির।

প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভে বক্তাগণ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের উপর চড়াও হয়ে-হামলা করে কেউ রেহাই পায়নি-পাবেও না।