ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে এক প্রবাসীকে কুপিয়ে পিটিয়ে আহত 

ব্রাহ্মণবাড়িয়া, 6 November 2025, 53 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের মো. কামাল মিয়া, প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। সরকারি জমিতে দেয়াল নির্মাণের প্রতিবাদ করার জের ধরে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আইসিইউতে পাঠানো হয়।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আমতলী বাজার থেকে থানায় গিয়ে তারা ঘটনার নিন্দা জানান। বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিক্ষোভকারীদের আশ্বস্ত করে জানান, মামলার একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আহত কামালের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মানববন্ধনে কামালের ভাই মোহাম্মদ নজরুল মিয়া, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক জহিরুল ইসলাম খান ও স্থানীয় আরো কয়েকজন বক্তব্য দেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।