মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ট্রেনের টিকিটসহ ৩ কালোবাজারী গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ৯.১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ব্রাহ্মনবাড়িয়া রেলষ্টেশন এলাকায় কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রয় করার সময় ৩ জন কালোবাজারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা বেশ কিছু ট্রেনের টিকিট, টিকিট বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন -শুক্কুর মিয়া (৩০) পিতা- আকবর মিয়া, কাজীপাড়া, বর্তমান উত্তর মৌড়াইল, আব্দুল হাকিম (৪৫), পিতা-দানু মিয়া, বিয়াল্লিশ্বর, রামরাইল ইউপি, মোঃ কালু মিয়া (৪০), পিতা-মৃত সাচ্চু মিয়া, সরকারপাড়া, বর্তমান উত্তর মৌড়াইল, সর্ব ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।