বিজয়নগরে ২৮ বোতল বিদেশি মদ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, 3 November 2025, 39 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরায় বাইপাস নামক ঢাকা-সিলেট মহাসড়ককে রবিবার (২ নভেম্বর) গভীর রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে সিএনজি (কম্প্রেসার মেশিন) এর ভেতরে অভিনব বিশেষ কায়দায় রাখা ২৮ বোতল বিদেশি মদ জব্দ করে সরাইল ব্যাটালিয়ন বিজিবি -২৫।
সরাইল বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাব্বার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল চান্দুরা বাইপাস নামক এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যেতে থাকা একটি বাসে রাত আড়াইটার দিকে তল্লাশি চালানো হয়। বাসটি তল্লাশি করে অভিনব কায়দায় বাসের বামপার্শ্বের লাগেজ বক্সে কম্প্রেসার মেশিনের ভেতরে লুকায়িত অবস্থায় ২৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দ মদের দাম প্রায় ৪৪ হাজার টাকা। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করা হয়েছে।
এসব মদ পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।