ইতালির তরিনোতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রবাসী খবর, 28 October 2025, 67 বার পড়া হয়েছে,
প্রবাসী প্রতিবেদক : ইতালির তরিনোতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রস্তাবিত সভাপতি নেয়ামত খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এবিএম আসাদুল্লাহ, সাবেক উপদেষ্টা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম ঢালী, সবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিনো বি,এন,পি। সাবেক সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদ, মো. মোক্তার হোসেন খান বি,এন,পি নেতা, আবদুল জলিল আহবায়ক জিয়া সাইবার ফোর্স ইতালি। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তারা ধানের শীষের পক্ষে কাজ করার ও বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোহাগ সিকদার।