তরিনোতে বাংলাদেশের বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রবাসী খবর, 27 October 2025, 212 বার পড়া হয়েছে,
প্রবাসী প্রতিবেদক : জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার আয়োজনে বাংলাদেশের বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ইতালির তরিনোর বিসমিল্লাহ্‌ হোটেল এণ্ড রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক জনাব আব্দুল জলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি কে, এম হারুনুর রশিদ। তিঁনি অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোয়াজ্জেম ঢালী, সবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিনো বি,এন,পি। সাবেক সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদ, মো. মোক্তার হোসেন খান বি,এন,পি নেতা, আবদুল জলিল আহবায়ক জিয়া সাইবার ফোর্স ইতালি।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তাগণ বাঙ্গালী, বাংলাদেশের নাগরিক দেশপ্রেমের ব্রত নিয়ে দেশকে যেকোন ষড়যন্ত্র থেকে রক্ষা করা সকলের দায়িত্ব বলে মনে করেন, এবং সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। পাশাপাশি দেশের এই দুর্ঘটনাগুলো যেন কোন অপশক্তির দ্বারা ঘটিত না হয় ও সুষ্ঠু তদন্তের জন্য জোর দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোতাহের হোসেন চৌধুরীর।