ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি এবং কুমারশীল মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় চালানো অভিযানে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম প্রস্তুতের অপরাধে জেলার পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
একই অভিযানে শহরের কুমারশীল মোড় এলাকায় আদুরী ফল ভান্ডারকে পোকাযুক্ত খাদ্য অনুপযোগী কাজুবাদাম বিক্রয়ের অপরাধে ৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ৫ কেজি খাওয়ার অনুপযোগী কাজুবাদাম ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ সহযোগিতায় ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।