গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168099 বার পড়া হয়েছে,
জনতার খবর ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট সহ দুই টিকেট কালোবাজারিকে আটক করেছে পুলিশ। সোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্ম থেকে তাদেরকে আটক করে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ৩১টি টিকেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইল এলাকার শহীদ মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩৬) ও সরকারপাড়ার সাচ্চু মিয়ার ছেলে কালু মিয়া (৩৪)।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, তাদের কাছ থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ও উপকূল এক্সপ্রেস ট্রেনের ৩১টি টিকেট পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।