
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আল সাদী ভূঁইয়া। তিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচন করছেন।
আল সাদী ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের ছফিউর রহমান ভূঁইয়ার ছেলে। গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র মাধ্যমিক ও মাধ্যমিক এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্সের ফলপ্রার্থী।
শিক্ষাজীবনের পাশাপাশি গবেষণায়ও অবদান রেখে যাচ্ছেন তিনি। রাজধানীর যানজট ও হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তার গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশের প্রক্রিয়াধীন।
রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন আল সাদী। দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। একই বছরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্য হন। ২০২২ সালে ডুজা বেস্ট রিপোর্টার্স অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন। পরের বছর সংগঠনটির সহ-সভাপতি এবং ২০২৩ সালে সভাপতি নির্বাচিত হন।
ডাকসুর ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া থেকে জিএস পদে এর আগে দায়িত্ব পালন করেছেন দুইজন। ১৯৪৭-৪৮ সালে গোলাম আজম এবং ১৯৭০-৭১ সালে আব্দুল কুদ্দুস মাখন। এবার সেই ধারাবাহিকতায় আবারও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আল সাদী ভূঁইয়া জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা।