‘কবির কলম’ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সাহিত্য, 1 September 2025, 123 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে গুণীজন সম্মাননা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘কবির কলম’ সংগঠনের আহ্বায়ক ছড়াকার তিতাস হুমায়ূন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো:তৌফিকুল ইসলাম মিথিল, সভাপতি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ। উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্র অভিনেতা, এবিএম সোহেল রশিদ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ছড়াকার আতিক হেলাল, উপ-রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি আব্দুল মান্নান সরকার, সাবেক সাধারণ সম্পাদক, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। কথা সাহিত্যিক- আমির হোসেন, সভাপতি, চেতনায় স্বদেশে গণ-গ্রন্থাগার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস বার্তার সম্পাদক আবদুল মতিন সানু, নারী নেত্রী ফজিলাতুন্নাহার, কবির কলমের উপদেষ্টা কবি আবুল কাসেম তালুকদার, শিক্ষানুরাগী আফজালুর রহমান রিপন, দৈনিক ফ্রন্টিয়ার এর বার্তা সম্পাদক কবি রোদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি শিরিন আক্তার, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, কবি লিটন হোসাইন জিহাদ, কবি আজীজা সোপান, কবি মাশরেকী শিপার, কবি সফর আলি, কবি রাশেদুল্লাহ তুষার, কবি শরীফ উদ্দিন, কবি ও লেখক কাজী জহির আহমেদ। এ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনেক কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠন এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ফাহিম মুনতাসীর, ইফতেখারুল ইসলাম সোহান, অন্তর, মুরাদ আল হাসান উপস্থিত ছিলেন।
এবার ‘কবির কলম পদক’ গ্রহন করেন, কবি হুমায়ূন কবির ভূঁইয়া, কবি রোকেয়া রহমান কেয়া, কবি সাজ্জাদ হোসেন জামাল, কবি শারমিন সুলতানা, কবি ইবনে মনির, কবি জিল্লুর রহমান, কবি খোকন সেন, কবি জাবেদ হোসাইন এবং প্রথমবারের মত তরুন লেখক পদক গ্রহণ করেন, কথাসাহিত্যিক মেহেদী হাসান উজ্জ্বল।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহ্বায়ক আদিত্ব্য কামাল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কোহিনূর আক্তার প্রিয়া।
অনুষ্ঠানে কবিতা আবৃতি, গান, অভিনয় করেন, স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালা’র সুবিধা-বঞ্চিত শিশুরা।