
নিজস্ব প্রতিবেদক : সংগীত ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে সদ্য প্রয়াত লেখক ও বুদ্ধিজীবী যতীন সরকার এবং সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে।
বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ অনুষ্ঠান হয়েছে ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’ ব্রাহ্মণবাড়িয়া শাখা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানের সংগঠক অরুনাভ পোদ্দার বলেন, এই মাসেই আমরা হারিয়েছি এ দেশের বুদ্ধিবৃত্তিক জাগরণের দুই গুণিজনকে। তারা দুজনই মেধা ও প্রজ্ঞা দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। এই দুই গুণীজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখা অনুষ্ঠান আয়োজন করেছে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল।
আর বিভুরঞ্জন সরকার অফিসে যাওয়ার কথা বলে ২১ অগাস্ট সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরদিন বিকালে মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিভুরঞ্জন বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। তিনি সর্বশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায়। ফুটনোটে তিনি লেখেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”