
প্রভাষক আলাউদ্দিন ভুইয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী, আদর্শ শিক্ষয়িত্রী জনাবা পিয়ারা বেগম-এর অবসর উপলক্ষে আজ শিকারপুর উচ্চ বিদ্যালয়ে এক আবেগঘন বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলী আমজাদ খান। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান উপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ওসমান আলী মেম্বার, জনাব মিজানুর রহমান মৃধা,জনাব মনিরুল ইসলাম বুলবুল,জনাব সানাউল্লাহ ভুইয়া, সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, গ্রামবাসীর গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান শিক্ষার্থীরা।
জনাবা পিয়ারা বেগম ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর কসবা উপজেলার পুরকুইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ে, তবে বোর্ড অনুমোদনের অভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন শশীদল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে। এরপর ১৯৮৬ সালে এইচএসসি এবং ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। ২০০১ সালে বি.এড সম্পন্ন করেন।
তিনি ১৯৯৪ সালের ১ জানুয়ারি সহকারী শিক্ষক হিসেবে শিকারপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং দীর্ঘ ৩০ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষকতা করে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, “পিয়ারা ম্যাডাম শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন আমাদের মা, পরামর্শদাতা ও জীবন গঠনের পথপ্রদর্শক। তাঁর অবদান কখনোই ভোলার নয়।”
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুল ও স্মৃতিচিহ্ন তুলে দিয়ে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর সহকর্মীরাও।
অনুষ্ঠানে পরিবেশিত হয় কবিতা, গান ও ছাত্র-ছাত্রীদের আবৃত্তি। এক আবেগঘন পরিবেশে শেষ হয় বিদায়ী এই অনন্য আয়োজন।
“শিক্ষা জগতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে”—এই প্রত্যাশা রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।”