
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাস্থ আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের সম্প্রতি উদ্বোধন হয়েছে।
রুম টু রিড এর লিটারেসি ফেসিলিটেটর আফজালুর রহমান রিপনের সঞ্চালনায় উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সিনিয়র লিটারেসি প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, লিটারেসি প্রোগ্রাম অফিসার আবুল হাসান, শিক্ষকবৃন্দ , অভিভাবক, এসএমসি, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ।
সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আক্তার হাবিবা।
২০১৮ সাল থেকে কুতুবদিয়া’র ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডব্লিউএফপির সহযোগিতায় রুম টু রিড সাক্ষরতা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিনামূল্যে নানান শিক্ষা উপকরণ প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৩ হাজার শিক্ষার্থীর মাঝে ব্যাগ, কলম, খাতা পেন্সিল, ইরেজার,ওয়ার্কবুক, আকিঁ লিখি বই, স্কেল, শার্পনার খাতা প্রদান করা হচ্ছে।
রুম টু রিড এর এসকল চমৎকার শিক্ষা উপকরণ বিনামূল্য পেয়ে শিশুরা বেশ উপকৃত হচ্ছে, স্কুলমুখী, ঝরেপড়া রোধ, লেখাপড়ায় মনোযোগি হচ্ছে। পাঠাভ্যাস ও পড়ার দক্ষতা বৃদ্ধি স্বাধীন পাঠক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
শিক্ষা নিয়ে কাজ করা একটি অলাভজনক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা রুম টু রিড।
বিদ্যালয়টিকে এগিয়ে নিতে রুম টু রিড প্রতিনিধির নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কথা স্বীকার করেন অভিভাবক ও শিক্ষকগণ।
এ বিদ্যালয়ের দায়িত্বে থাকা রুম টু রিড প্রতিনিধি এলএফ আফজালুর রহমান রিপন ও রুম টু রিড কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।